সিংগাইর প্রতিনিধি:
জেলার সিংগাইরে এক মাদক ব্যবাসায়ীকে কারা দন্ডের রায় প্রদান
করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার সিংগাইরে এক মাদক ব্যবাসায়ীকে কারা দন্ডের রায় প্রদান
করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কারান্ড প্রাপ্ত
মাদক ব্যবাসায়ী সিংগাইর উপজেলার দক্ষিন জামশা গ্রামের
জাবেদ আলীর পুত্র মজিবর রহমান
(২৬) ।
মাদক ব্যবাসায়ী সিংগাইর উপজেলার দক্ষিন জামশা গ্রামের
জাবেদ আলীর পুত্র মজিবর রহমান
(২৬) ।
বিষয়টি
নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য
অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে মজিবর কে আটক করা হয় । এসময় তার
নিকট ৪৮ পিচ
ইয়াবাও জব্দ করা হয়।
নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য
অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে মজিবর কে আটক করা হয় । এসময় তার
নিকট ৪৮ পিচ
ইয়াবাও জব্দ করা হয়।
পরে বুধবার বিকালে
সিংগাইর উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ যুবায়ের
ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ছয়
মাসের কারাদণ্ড প্রদান করেন।
সিংগাইর উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ যুবায়ের
ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ছয়
মাসের কারাদণ্ড প্রদান করেন।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১১ অক্টোবর/ ২০১৭।
হা.ফ/ ১১ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: