মামলা প্রত্যাহারের দাবিতে শিবালয়ে যুবলীগের বিক্ষোভ

শিবালয় প্রতিনিধি, ১৯ ডিসেম্বর

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিবালয় উপজেলা  যুবলীগ।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আরিচা ঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সমাবেশে শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক  মিরাজ হোসেন লালনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহাবায়ক আবুল বাশার সুমন, উপজেলার সাত ইউনিয়নের আওয়ামীযুবলীগের সভাপতি ও সম্পাদকরা। এসময় তিন শতাধিক যুবলীগের নেতা কর্মী বিক্ষোভ সমাবেশ ও  মিছিলে অংশ গ্রহন করেন।

বিক্ষোভ সমাবেশে আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

উল্লেখ্য গত ১ ডিসেম্বর সদর উপজেলার জয়রা গ্রামের মো. মোস্তফার ছেলে রুস্তম আলীর উপর হামলার ঘটনা ঘটে। এতে আব্দুল জলিল বাদি হয়ে পরে দিন মানিকগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে রাজনৈতিক সুবিধা লাভের আশায় ঘটনার সাথে জড়িত না থাকার পরও মামলার আসামী করেছে বলে নেতাকর্মীরা জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ শিবালয়/ মা. হো/ ১৯ ডিসেম্বর ২০১৯।

আরো পড়ুুন