মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বশীলদের পত্রিকা দৈনিক দেশ রুপান্তরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু, দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন ডিবিসি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটন, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন, মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম, এশিয়ান এজের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিমন, বাংলা টিভির জেলা প্রতিনিধি অহিদুল ইসলাম রানা, স্থানীয় সাংবাদিক আলহাজসহ আরও অনেকে।
আলোচনা সভাশেষে আগত অতিথিরা কেক কাটেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ ডিসেম্বর ২০১৯।