মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬
ডিসেম্বর:
ডিসেম্বর:
বিজয়
দিবেসর ছুটির দিনেওে মানিকগঞ্জের আকিজ টেক্স মিলসের প্রায় ৪ হাজার শ্রমিকদের কাজ
করাচ্ছেন কর্তৃপক্ষ। সদর উপজেলার চরখন্ড গোলড়ার অবস্থিত এ টেক্সটাইল মিলের সোমবার
শ্রমিকদের আসতে বাধ্য করা হয়।
দিবেসর ছুটির দিনেওে মানিকগঞ্জের আকিজ টেক্স মিলসের প্রায় ৪ হাজার শ্রমিকদের কাজ
করাচ্ছেন কর্তৃপক্ষ। সদর উপজেলার চরখন্ড গোলড়ার অবস্থিত এ টেক্সটাইল মিলের সোমবার
শ্রমিকদের আসতে বাধ্য করা হয়।
সোমবার
সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করে। এ ব্যাপারে টেক্সটাইল মিলে এ প্রতিবেদক
প্রবেশ করতে চাইলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করে। এ ব্যাপারে টেক্সটাইল মিলে এ প্রতিবেদক
প্রবেশ করতে চাইলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আকিজ
টেক্স মিলসের নিরাপত্তা অফিসার বলেন, ভিতরে প্রবেশ ও কারও সাথে কথা বলতে চাইলে
ঢাকার হেড অফিসের অনুমতি নিয়ে আসতে হবে।
টেক্স মিলসের নিরাপত্তা অফিসার বলেন, ভিতরে প্রবেশ ও কারও সাথে কথা বলতে চাইলে
ঢাকার হেড অফিসের অনুমতি নিয়ে আসতে হবে।
তবে
একাধিক শ্রমিকরা বলেন, চাকুরি হারানোর ভয়ে আমরা কাজে আসতে বাধ্য হয়েছি।
একাধিক শ্রমিকরা বলেন, চাকুরি হারানোর ভয়ে আমরা কাজে আসতে বাধ্য হয়েছি।
ঘাতক
দালাল নিমূর্ল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক ঘোষ বলেন, বিজয়
দিবসের ছুটি ভোগ করার অধিকার সবার রয়েছে। আকিজ টেক্সটাইল মিল্স লিঃ কর্তৃপক্ষ খুবই
নিন্দনীয় কাজ করেছে।
দালাল নিমূর্ল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক ঘোষ বলেন, বিজয়
দিবসের ছুটি ভোগ করার অধিকার সবার রয়েছে। আকিজ টেক্সটাইল মিল্স লিঃ কর্তৃপক্ষ খুবই
নিন্দনীয় কাজ করেছে।
এ
ব্যাপারে আকিজ টেক্সটাইল মিল্স লিঃ এডমিন শাখার কোন কর্মকর্তার সাথে দেখা বা
মোবাইলে যোগাযোগ করা যায় নি।
ব্যাপারে আকিজ টেক্সটাইল মিল্স লিঃ এডমিন শাখার কোন কর্মকর্তার সাথে দেখা বা
মোবাইলে যোগাযোগ করা যায় নি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০১৯।