শিবালয়ের ফার্মার্স গ্রুপ পেল “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক”



শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় কৃষককৃষানি সংগঠন সিসিডিবি শিবালয় ফার্মার্স গ্রুপ এন্টারপ্রাইজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেবঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকগ্রহন করেছে।
 
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো.
আমজাদ হোসেন।



মানিকগঞ্জের শিবালয় সিসিডিবি শিবালয় ফার্মার্স গ্রুপ এন্টারপ্রাইজ মূলত একটি কৃষককৃষানি সংগঠন। ২০০২ সালে সংগঠনটির যাত্রাশুরু। সংগঠনটিতে প্রায় .২০০ কৃষককৃষানির পরিবারের অংশীদারিত্ব
আছে, যার মধ্যে ৯৯০ জনই প্রান্তিক কৃষানি।বীজ কৃষকের অধিকারএই
মূলমন্ত্র ধারণ রে কৃষকের বীজ কৃষকরাই উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ
বিপণন করেন, যার ফলে কৃষকরা তাদের হাতের কাছেই গুণগত মানসম্পন্ন বীজ পান এবং নিম্নমানের বীজ প্রতারণার হাত থেকে কৃষককৃষানিরা মুক্তি পান।

বিগত ১৬
বছর যাবৎ কৃষককৃষানি সংগঠনটি বীজ উৎপাদনের পাশাপাশি বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তি
জাত সম্প্রসারণে সিসিডিবি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।

এই
কৃষককৃষানি সংগঠন সিসিডিবি শিবালয় ফার্মার্স গ্রুপ এন্টারপ্রাইজ, শিবালয়, মানিকগঞ্জবঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্তির গৌরব অর্জন করেছে। তাদের এই
অর্জন এদেশের কৃষি
মাটির প্রতি তাদের দীর্ঘদিনের শ্রম এবং নিবেদনের ফসল। তাদের এই
প্রাপ্তি আমাদের দেশের সকল কৃষানকৃষানির শ্রম
অবদানকে গৌরবান্বিত করেছে। তাদের এই
এগিয়েচলার ক্ষেত্রেবঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্তি একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং জনগণের মাঝে তাদের কার্যক্রমে স্বীকৃতি প্রদান করবে বলে আশা করা যায়।

এই
কৃষককৃষানি সংগঠনটি মূলতচাষীর হাসিব্রান্ডে বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ এবং বিপণন রে থাকে। সংগঠনটির
যাবৎ কালের উৎপাদিত ফসলের গুণগত বীজগুলো হচ্ছে: ধান, গম,
আলু, সরিষা এবং ভুট্টা।

সংগঠনটি বর্তমানে বাংলাদেশের মানিকগঞ্জ, দিনাজপুর, ময়মনসিংহ, বরগুনা, মোরলগঞ্জ, শ্যামনগর, বাগেরহাট, যশোহর এবং বগুড়ায় তাদের উৎপাদিত গুণগত মানসম্পন্ন বিভিন্ন বীজচাষীর হাসিব্রান্ডে বিপণন করছে।



মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ১
মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় অগ্রণী দুয়ার ব্যাংকিং এর এজেন্ট শাখা উদ্বোধন

আরো পড়ুুন