মানিকগঞ্জে মাদক প্রতিরোধে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মাদকের অপব্যাবহার প্রতিরোধে জনসচেতনা গড়ে তুলার উদ্যেশ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অুনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাসন, তথ্য অফিস  এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজীত প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ, পরিদর্শক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারুয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।

এসময় জেলায় কর্মরত, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ মানিকগঞ্জ/ হা.ফ/ ১ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

হাসান ফয়জী জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত

আরো পড়ুুন