যমুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩

শিবালয় প্রতিনিধি, ২৮ আগষ্ট: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যুমনা নদীতে কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনায় ৩ যাত্রী নিখোঁজ রয়েছে।

পাবনার কাজিরহাট থেকে যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসার পথে  মঙ্গলবার বেলা ১১টার দিকে আলোকদিয়া চরের কাছে লতিফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে দুইজন শিশু ও একজন পুরুষ রয়েছে। অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিলো। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বলেন, পাবনার কাজিরহাট থেকে শতাধীক যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসার পথে ইঞ্চিনচালিত ট্রলারের সাথে বালুবাহী কার্গোর ধাক্কা লাগে। এসময় ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে চরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে তিনজন। তবে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

কত মায়া, কত স্নেহ,ভালবাসা দু ভাই-বোনের

আরো পড়ুুন