মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১০

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ আগষ্ট: জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যসহ ১০ জন আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার দায়ে তাদেরকে আটক করা হয়।

রোববার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৬ টা থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত জেলার পৃথক স্থানে  অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীদের  আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম গাঁজা, ২ বোতল প্যাথেডিন, ২০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। 

আটকদের আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

খেলা ধূলায় মনযোগী হতে হবে সাটুরিয়ায় অতিরিক্ত সচিব

আরো পড়ুুন