হাসান ফয়জী, ২৩ আগষ্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মদের শুধু পড়া শুনা নয়, খেলা ধূলায় মনযোগী হতে হবে। মাদক আমাদের সমাজ কে গিলে খাচ্ছে, তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সন্তানরা যেন নেশায় আশক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর জঙ্গিবাদ নিমূর্লে সমাজের সবাই কে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাফুল্লি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
এতে মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন জিন্নাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হারুন অর রশিদ, শরিয়তপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক মিয়া, গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রৌকশলী কামরুল হাসান রাজীব, দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাষ্টার, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি, সোনালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আল মামুন গাইয়ুম প্রমুখ।
সাফুল্লি নবজাগরন তুরুন সংঘের আয়োজনে ফাইনাল খেলায় অংশ গ্রহন করে সাটুরিয়া উপজেলা কলেজ একাদশ এবং বিশ্ববিদ্যালয় একদশ। খেলায় কলেজ একাদশ ১-০ গোলে বিশ্ববিদ্যালয় একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৩ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: