সাপের দংশনে প্রাণ গেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর

হরিরামপুর প্রতিনিধি, ২৯ আগষ্ট: জেলার  হরিরামপুরে সাপের দংশনে সাপের দংশনে প্রাণ গেল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মিথিলার। 

মঙ্গলবার রাতে উপজেলার আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিথিলা রহমান (১৩) আন্দারমানিক গ্রামের মো. শেখ রানার মেয়ে এবং স্থানীয় এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রতিবেশী মাসুদুর রহমান জানান,  মঙ্গলবার সন্ধ্যার দিকে মিথিলা তাদের ঘরে অবস্থান করছিল। ওই সময় একটি বিষধর গোখড়া সাপ তাকে দংশন করে। পরে স্থানীয় কয়েকজন ওঝা তাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু ওঝাদের চেষ্টা মিথিলাকে বাঁচাতে পারেনি। রাত ৯ টার দিকে মিথিলার মৃত্যু হয়।

মানিকগঞ্জ২৪/ হরিরামপুর/ হা.ফ/ ২৯ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

কত মায়া, কত স্নেহ,ভালবাসা দু ভাই-বোনের

আরো পড়ুুন