ঘিওরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঘিওর প্রতিনিধি,
৯ সেপ্টেম্বর|:
সাক্ষরতা
অর্জন করি,দক্ষ হয়ে
জীবন গড়িএই স্লোগানকে ধারন
করে ঘিওরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
উপলক্ষে ঘিওর উপজেলা প্রশাসন
ব্যুরো অফ হিউমান
ফ্রেন্ডশিপ ( বি এইচ এফ)
এর যৌথ উদ্যাগে শনিবার সকালে শোভাযাত্রা বের
হয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে
পরে উপজেলা চত্বরে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়এতে
উপজেলা নির্বাহী অফিসার শামীমা খন্দকারের
সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘিওর প্রেসক্লাবের
সাধারন সম্পাদক রামপ্রসাদ সসরকার দীপু,  ঘিওর আদর্শ সরকারি
প্রাঃ বিঃ সহকারি শিক্ষক
মোঃ আতোয়ার রহমান, মোঃ
মোতাহার হোসেন, আবুল হোসেন,
অফিস সহকারী মোঃ আক্তারুজ্জামান,
প্রতিব্ন্ধী সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার
হোসেন প্রমুখ
মানিকগঞ্জ২৪/
ঘিওর/ হা.ফ/ ৯ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন:

কাগজী লেবুর হাসি খুঁজি কাঁসার থালায়

আরো পড়ুুন