মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষার দাবীতে মানববন্ধন

সিংগাইর প্রতিনিধি, ২৭ জুলাই : মানিকগঞ্জে ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা পাওয়ার জেনারেশন লিঃ সহ সকল অবৈধ দখলের হাত থেকে ধলেশ্বরী নদী রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দুপুরে সিংগাইরে ধলেশ্বরী নদীর উপর শহীদ রফিক সেতুতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বাপার সহ-সভাপতি সৈয়দ আবুল মোকসেদ বলেন, নদীকে যে ভাবে হত্যা করা হচ্ছে এটা জাতীকে হত্যা করার নীল নকশা বলে আমার কাছে মনে হচ্ছে। আজকে সবচেয়ে বেশী বিপন্ন হলো বাংলাদেশের নারী এবং নদী। তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত। আগামী কাল থেকে ধলেশ্বরী নদী দখলকারী মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিঃ এর নির্মান কাজ বন্ধের দাবী জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী দেন তিনি।

বাপার সহ-সভাপতি সৈয়দ আবুল মোকসেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশেদ, বাপার যুগ্ন সম্পাদক মিহির বিশ্বাস, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজাহারুল ইসলাম আরজু, সদস্য সচিব আব্দুল হামিদ, বাপার সদস্য এড. ইতি রাণী প্রমূখ।

উল্লেখ্য, সিংগাইরের শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে ধলেশ্বরী নদী দখল করে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিঃ নামের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/ ২৭ জুলাই।
আরও পড়ুন:

শেখ হাসিনাই বাংলাদেশকে সারা বিশ্বে মাথা উচু করে দাঁড় করিয়েছেন -ডা. এস এ মালেক

আরো পড়ুুন