সাটুরিয়া প্রতিনিধি, ২৯ এপ্রিল: জেলার সাটুরিয়ায় টুম্পা বসাককে অপহরণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। সাটুরিয়া থানা পুলিশের একটি টিম সোমবার বিকালে সাভার এলাকা থেকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে।
বিষয়টি মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাটুরিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করে বলেন, আব্দুল খালেক গত শনিবার (২৭ এপ্রিল) সাটুরিয়া বসাক পাড়ায় টম্পা বসাক নামে এক নারীকে অপহরণের চেষ্টা করে। এসময় বাধা দিলে উভয় পক্ষের ৬ জন আহত হয়।
পরে টুম্পার স্বামী দিপক বসাক সাটুরিয়া থানায় একটি অপহরণ ও মারধরের মামলা করেন। এতে আব্দুল খালেককে প্রধান আসামী করে শাহিন এর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ -৫ জন কে আসামী করা হয়।
মামলার পর দ্রুত তদন্ত করে ঘটনার ২ দিন পরেই প্রধান আসামী যুবলীগ নেতা আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। আসমাীর অবস্থা ভাল হলে সোমবার রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাধ করে তাকে আদালতে পাঠানো হবে। বাকী আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০১৯।