চারিগ্রামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

সিংগাইর প্রতিনিধি,
৫ মে: জেলার সিংগাইরের চারিগ্রাম
বাজারে
 
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর আউটলেট
উদ্বোধন করা হয়েছে। 
চারিগ্রাম
ইউনিয়ন
চেয়ারম্যান
সাজেদুল
আলম
স্বাধীনের
সভাপতিত্বে
প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
মোসা:
শারমিন
আক্তার।
এসময় বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. হামিদুর রহমান, ব্যাংক এশিয়ার
হেমায়েতপুর
শাখার
হেড
অব
ব্রাঞ্চ
ফয়সাল
আমিন,
জোনাল
ম্যানেজার
মো
আবদুল
মাজেদ
মন্ডল,
উপজেলা
,লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল বারেক খান চারিগ্রাম
ব্যাংক
এশিয়ার
এজেন্ট
হাবীবুর
রহমানসহ
আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ মে ২০১৯।
আরো পড়ুুন