মানিকগঞ্জে নারী নির্যাতন হলে বরদাস্ত করা হবে না: সাটুরিয়ায় স্বাস্থ্য মন্ত্রী

হাসান ফয়জী, ২৮ এপ্রিল: মানিকগঞ্জে নারী নির্যাতন হলে তা বরদাস্ত করা হবে না। এমন কোন ঘটনা ঘটাল সে দলের যেই হোক কেন, আমার কাছের লোক হলেও তাকে কোন ছাড় দেওয়া হবে না। সেটা কঠিন হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন সাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি রবিবার বিকাল ৩ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী আইসি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা  ভীত বিশিষ্ট একতলা ও চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল মানুষ ও সোনার মানুষ হতে হলে ভাল করে লেখা পড়া করতে হবে। আর সোনার মানুষ হলেই তোমরাই একদিন সোনার বাংলা গড়তে নিজেকে সম্পৃক্ত করতে পারবে। নিজের ও পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, দেশের জন্য কাজ করতে হলে লেখা পড়ার প্রতি আরো যতœবান হতে হবে।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকাকরের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরে ব্যপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এমন কোন কাজ নেই যা মানিকগঞ্জে হয় নি।
বালিয়াটী ইশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরীন পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, আওয়ামী লীগের জেলা ও উপজেলা নেতাকর্মীরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন।

মানিকগঞ্জ২৪/ ২৮ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন:

সাটুরিয়া টর্নেডো দিবস আজ

আরো পড়ুুন