সাটুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ -২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে।

সাটুরিয়া প্রাণি সম্পদ অফিস আয়োজীত বন্যার্ড্য র‌্যালি সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

পরে উপজেলার হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান, খামারী আব্দুল গফুর, দরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. আওলাদ মাষ্টার, উপজেলা প্রকৌশলী ফয়জুল হক, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. খোরশেদ আলম, উপজেলা কৃষি অফিসার মো. এমদাদুল হক, সাটুরিয়া থানার সেকেন্ড অফিসার এস, আই মো. আসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বদরুন্নেছা ঝিনুক এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে কুলসুম সম্পা।

পরে খামারীদের মাঝে উন্নত মানের যন্ত্রাংশ বিতরণ করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার ৯টি ইউনিয়নের ২ শতাধিক খামারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. খোরশেদ আলম জানান, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৪ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় ২১ টি কমিউনিটি ক্লিনিকে তালা

আরো পড়ুুন