সাটুরিয়ায় ২১ টি কমিউনিটি ক্লিনিকে তালা

সাটুরিয়া প্রতিনিধিঃ জেলার সাটুরিয়ার ২১ কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলিয়ে চাকুরী জাতীয়করণের দাবীতে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচী পালন করছেন সিএইচসিপি কর্মীরা। এই কর্মসূচী পালন করায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার মানুষ।

সাটুরিযার কয়েকটি কমিউনিটি ক্লিনিকে রবিবার গিয়ে দেখা যায়, এসব ক্লিনিকের কর্মীরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান না করে তাদের চাকুরি জাতীয় করণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করছেন।

উপজেলার তিল্লি, বরাইদ ,সাটুরিয়া ও বালিয়াটি ক্লিনিকগুলোতে রোগীের  লম্বা লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়।

 এসব রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধরা। এরা বেশীর ভাগ ঠান্ডা জনিত রোগে ভুগছেন। কিন্তু ক্লিনিকগুলো তালা থাকায় রোগীরা শুন্য হাতে বাড়ি ফিরছেন। এসব রোগীরা বেশীর ভাগ হত দরিদ্র।

 এসময় রোগিরা অভিযোগ করে বলেন,  ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করবে ভালো কথা। সেটি আগে থেকেই প্রচার করে জানালেই পারত।

 এদিক অবস্থানরত ক্লিনিকের সিএইচপিসিরা জানান, সরকার তাদের দাবী মেনে নিলেই তারা কর্মস্থলে ফিরে যাবেন বলে জানান।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল কবীর বলেন, সাটুরিয়ার ২১ কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সেবা প্রদানকারীরা স্বাস্থ্য সেবা না দিয়ে অবস্থান কর্মসূচী পালন করায় চিকিৎসা প্রদানে ব্যহত হচ্ছে। ফলে চাপ বাড়ছে হাসপাতালে।  তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ জানুয়ারী/২০১৮।
আরও পড়ুন:

ইচ্ছে করলেই মা বলে ডাকতে পারি না

আরো পড়ুুন