সাটুরিয়া প্রতিনিধি, ২৮ জুন:সাটুরিয়া উপজেলার বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র নির্মাণাধীন চারতলা বিশিষ্ট শান্তি ভবনের দুতলার ৩টি কক্ষ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মতিয়ার রহমান মিঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. গোলাম হোসেন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গির আলম, মাদ্রাসার সাধারন সম্পাদক হাবিবুল্লাহ মিজান।
এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল২৪ টিভির মানিকগঞ্জের ষ্টাফ রিপোটার ইউসুফ আলী শেখ, সাংবাদিক আশরাফ-উন-নবী, সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: সোহেল রানা খান, যুগ্ম সম্পাদক হাসান ফয়জী, কালের কন্ঠের মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেন, সাংবাদিক মো. লুৎফর রহমানসহ আরও অনেকে।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, বিপিএম (বার), পিপিএম (বার) অন্যান্য অতিথি নিয়ে আনুষ্ঠানিকভাবে শান্তি ভবনের দ্বিতল ভবনের ৩টি কক্ষ উদ্ধোধন করেন।
বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র নির্মাণাধীন চারতলা বিশিষ্ট শান্তি ভবনের দুতলার উদ্বোধন হওয়া ৩টি কক্ষের চমক হচ্ছে দেশের তিন কৃতি সন্তানের নামে নাম করণ।
ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদ, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত মানিকগঞ্জের সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শহীদ রবিউল ইসলাম এবং সিলেটে জঙ্গি বিরোধী অভিযানে বোমার আঘাতে নিহত র্যাপিড একশন ব্যাটিলিয়নের সাবেক গোয়েন্দা শাখার প্রধান শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের নামে আলাদা কক্ষের নামকরণ করা হয়েছে।
শান্তি ভবনের বাকি কক্ষ গুলোর কাজ শেষ হলে সাত বীর শ্রেষ্ঠদের নামে নাম করন করা হবে জনিয়েছেন মাদ্রাসা কর্তপক্ষ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ জুন ২০১৯।