এসি রবিউল করিমের স্বপ্ন পূরণ হবে কি ?

মানিকগঞ্জ প্রতিনিধি, ১ জুলাই:

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রামের কৃতি সন্তান ৩০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন রবিউল করিম। এর পর তিনি স্বপ্ন দেখেন নিজ গ্রামে হসপাতাল, বৃদ্বাশ্রম এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন করা। বিদ্যালয়টি ২০০১ স্থাপন করার ৫ বছরের মাথায় ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন। এর পর থেকে থমকে যায় তার স্বপ্ন।
শহীদ হওয়ার সময় রবিউল করিম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

রবিউল করিম ২০০১ সালে নিজ গ্রামে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন করেন। গত শনিবার সকাল ১১ টার দিকে গিয়ে দেখা যায় প্রতিবন্ধী শিশুরা পাঠশালায় ব্যাস্ত সময় পার করছেন।

বর্তমানে ৪২ জন শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ে। আশে পাশের গ্রাম থেকে বাক, শ্রবণ, অটিজম শিশুরা পড়া শুনা করে। সপ্তাহে ৪ দিন সকাল ৯ -২ টা পর্যন্ত ক্লাস চলে। খেলাধুলা ও ফিজিও থেরাপি দেওয়া হয় নিয়মিত। দুপুরে খাবারও দেওয়া হয় স্কুল থেকেই।

রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান (সামস) বলেন, ভাইয়ের স্বপ্ন পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাই থাকতে তিনিই সব খরচ চালাতেন। নিহত হওয়ার পর তার ভাইয়ের বন্ধু এবং বিভিন্ন জনের সহযোগীতায় চলছে বিদ্যালয়টি। ২০১৯ সনে বিদেশী সংস্থা একটি একতলা ৩ কক্ষ বিশিষ্ট ভবন করে দিলেও আর্থিক সমস্যায় ভুগছে বিদ্যালয়টি। তার ভাইয়ের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন।

প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় ব্লোমস এর সভাপতি জি, আর শওকত আলী বলেন, বিদ্যালয়ে আসতে ২ কিলোমিটার সড়ক কাচা রয়েছে, ফলে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় বন্ধ রাখতে হয়। তাই সড়কটি দ্রুত পাকা করার দাবী করেন।

রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা বলেন, রবিউল চলে যাওয়ার পর আমি খুবই একা হয়ে গিয়েছিলাম। কিন্তু সরকারের ইচ্ছায় জাহাঙ্গীরনগর বিশ^ বিদ্যালয়ে চাকরি পাবার পর আর্থিক ভাবে ভালই আছি। এক কন্যা ও পুত্র সন্তান নিয়ে দিন কেটে যাচ্ছে। কিন্তু ওর স্বপ্ন পূরন হবে ত ? হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের নিয়ে বিদ্যালয় ছিল ওর স্বপ্ন। বিদ্যালয়টি দেখে যেতে পারলেও এখনও আবাসিক করা যায় নি। প্রতিবন্ধীদের নিয়ে স্কুলটি হবে আবাসিক। বর্তমানে ৪২ জন শিক্ষার্থীদের পড়া শুনা খুব কষ্টে চলছে।

রবিউল করিমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা করিমন নেছা রবিউল করিমে ছবি বুকে আগলে কান্না করছেন। আর বিলাপ করে বলছেন, আমার রবিউল মরতে পারে না। ও বাড়ি আসলে সারা দিন পড়ে থাকত প্রতিবন্ধীদের বিদ্যালয়ে। কিন্তু অর্থের অভাবে স্কুলটি চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে মাসে ৮০ হাজার টাকা খরচ হচ্ছে। সরকার, গ্রামের মানুষ ওর বন্ধুরা সব খরচ দিচ্ছে। আবাসিক করে স্কুলটি স্বচ্ছভাবে চালাতে পারলে আমার রবিউলের স্বপ্ন পূরণ হত। কিন্তু মৃত্যুর ৩ বছর পরেও তা বাস্তবায়ন হয় নি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জুলাই ২০১৯।

আরো পড়ুুন