রবিউল করিমের মৃত্যু বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১ জুলাই: বিভিন্ন আয়োজনের মাধ্যমে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার রবিউল করিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত করা হয়েছে।

সোমবার দিন ব্যাপি তার গ্রামের বাড়ি কাটিগ্রামে শোক মিছিল, কবর জিয়ারত এবং স্মৃতিচারনের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় রবিউলের বাড়ির সামনে থেকে একটি শোক মিছিল কের করা হয়। মিছিলটি কাটিগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রবিউলের প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় ব্লোমস প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর দুপুরের দিকে রবিউলের কবর জিয়ারত শেষে দোয়া করেন। পরে ব্লোমস বিদ্যালয় প্রাঙ্গনে স্মৃতিচারণ সভা অনুষ্টিত হয়।

স্মৃতিচারণ অনুষ্টানের প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জে, আর শওকত সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সহকারি পুলিশ সুপার মহিউদিদন আহম্মেদ, রবিউল করিমের ভাই শামসুজ্জামান শামস, কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান বিপ্লব হোসেন, কাটিগ্রামের চেয়ারম্যান নূরে আলম সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ব্লোমসে শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্মৃতিচারণ শেষে দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হয়।

রবিউল করিমের মা করিমুন্নেসার দানকরা ২৬ শতাংশ জমির ওপর ২০১১ সালে রবিউল প্রতিষ্টিত করে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় ব্লোমস । বর্তমানে এই স্কুলে ৪২ জন শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক রয়েছেন। সপ্তাহে ৪ দিন সকাল ৯-২ টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়। দুপুরে খাবার দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জুলাই ২০১৯।
আরও পড়ুন:

এসি রবিউল করিমের স্বপ্ন পূরণ হবে কি ?

আরো পড়ুুন