সাটুরিয়ায় শিউলি আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সাটুরিয়া
প্রতিনিধি, ২৫ মার্চ: ৫ম উপজেলা নির্বাচনে সাটুরিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে
শিউলি আক্তার বেসরকারিভাবে
বিজয়ী
হয়েছেন। তার নিকটতম
প্রতিদন্ধী প্রার্থী ছিলেন মমতাজ বেগম।
৩য়
ধাপে সাটুরিয়া উপজেলা নির্বাচনে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত ৫৮ টি
কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে
শিউলি আক্তার ( ফুটবল ) প্রতিক নিয়ে ১০ হাজার ৫ শত ১৫,  মমতাজ বেগম ( হাঁস ) প্রতিক নিয়ে ৯ হাজার ৫শত
৩৯,  আখি কায়কোবাদ ( পদ্ব ফুল ) প্রতিক
নিয়ে ৭ হাজার ২ শত ৫৯ , নার্গিস আক্তার  (
প্রজাপ্রতি ) প্রতিক নিয়ে ৬ হাজার ২শত ৪৭ এবং শেফালি আক্তার ( কলস) প্রতিক নিয়ে ৩
হাজার  ২শত ৭৪ ভোট পান।
সাটুরিয়া
উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোছা. নাসরীন পারভীন রবিবার রাত
১০ টার দিকে উপজেলা কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষনা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ মার্চ ২০১৯।
 আরও পড়ুন:

মানিকগঞ্জে ইভিএম ভোটে বিড়ম্বনা

আরো পড়ুুন