সাটুরিয়া
প্রতিনিধি, ২৫ মার্চ: ৫ম উপজেলা নির্বাচনে সাটুরিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবুল
বাশার বাদশা (জাতীয় পার্টি) বেসরকারিভাবে বিজয়ী
হয়েছেন। তার নিকটতম
প্রতিদন্ধী প্রার্থী ছিলেন সফিউল আলম জুয়েল।
প্রতিনিধি, ২৫ মার্চ: ৫ম উপজেলা নির্বাচনে সাটুরিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবুল
বাশার বাদশা (জাতীয় পার্টি) বেসরকারিভাবে বিজয়ী
হয়েছেন। তার নিকটতম
প্রতিদন্ধী প্রার্থী ছিলেন সফিউল আলম জুয়েল।
৩য়
ধাপে সাটুরিয়া উপজেলা নির্বাচনে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত ৫৮ টি
কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ধাপে সাটুরিয়া উপজেলা নির্বাচনে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযন্ত ৫৮ টি
কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে
জাতীয় পাটীর আবুল বাশার বাদশা ( তালা ) প্রতিক নিয়ে ৯ হাজার ৮৯, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী সফিউল আলম
জুয়েল ( টিয়া পাখি) প্রতিক নিয়ে ৮ হাজার ৮শত ৯২,
রফিকুল ইসলাম ( মাইক ) প্রতিক নিয়ে ৮ হাজার ৫শত ১৮, মো. কবির আনোয়ার শামীম ( টিউবওয়েল ) প্রতিক
নিয়ে ৬ হাজার ৯ শত ৪০, তুলু মিয়া ( চশমা ) প্রতিক নিয়ে ৩ হাজার ৩ শত ৩৫
এবং মোহাম্মদ সোহরাব হোসেন ( উড়োজাহাজ) প্রতিক নিয়ে ১২৭ ভোট পান।
জাতীয় পাটীর আবুল বাশার বাদশা ( তালা ) প্রতিক নিয়ে ৯ হাজার ৮৯, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী সফিউল আলম
জুয়েল ( টিয়া পাখি) প্রতিক নিয়ে ৮ হাজার ৮শত ৯২,
রফিকুল ইসলাম ( মাইক ) প্রতিক নিয়ে ৮ হাজার ৫শত ১৮, মো. কবির আনোয়ার শামীম ( টিউবওয়েল ) প্রতিক
নিয়ে ৬ হাজার ৯ শত ৪০, তুলু মিয়া ( চশমা ) প্রতিক নিয়ে ৩ হাজার ৩ শত ৩৫
এবং মোহাম্মদ সোহরাব হোসেন ( উড়োজাহাজ) প্রতিক নিয়ে ১২৭ ভোট পান।
সাটুরিয়া
উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোছা. নাসরীন পারভীন রবিবার রাত
১০ টার দিকে উপজেলা কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষনা করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোছা. নাসরীন পারভীন রবিবার রাত
১০ টার দিকে উপজেলা কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষনা করেন।
সাটুরিয়ায়
উপজেলা নির্বাচন ২০১৯ ৬ জন পুরুষ প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপির মোহাম্মদ
সোহরাব হোসেন দলীয় সিদ্ধান্তের কারনে নির্বাচন থেকে সড়ে দারান। মনোনয়ন
প্রত্যাহারের দিন শেষ হয়ে যাওয়ায় তার প্রতিক বরাদ্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাচন ২০১৯ ৬ জন পুরুষ প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপির মোহাম্মদ
সোহরাব হোসেন দলীয় সিদ্ধান্তের কারনে নির্বাচন থেকে সড়ে দারান। মনোনয়ন
প্রত্যাহারের দিন শেষ হয়ে যাওয়ায় তার প্রতিক বরাদ্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৫ মার্চ ২০১৯।
হা.ফ/ ২৫ মার্চ ২০১৯।
আরও পড়ুন: