মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ মার্চ: মানিকগঞ্জে ইভিএম ভোটে বিড়ম্বনার মধ্য দিয়ে ভোট শুরু হয়েছে। প্রথমবারের মত উপজেলা নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলায় এ ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু সদর উপজেলার মত্ত সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ আরো ৪/৫ টি কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারনে ২ ঘন্টা ২০ মিনিট বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিষয়টি মত্ত সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন।
সদরের মত্ত সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ছাড়াও আরো ৪/৫টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে অবশ্য তা ঠিক করে ভোট গ্রহণ শুরু করা হয়।
মত্ত সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক বলেন, ইভিএম মেশিনের যান্ত্রিক সমস্যা থাকার কারনে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব হয়নি। পরে মানিকগঞ্জে দায়িত্বরত সেনা সদস্যরা মেশিনটি ঠিক করলে বেলা ১০টা ২০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু করা হয়।
এদিকে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হলেও মানিকগঞ্জে ভোটারদের তেমন উপস্থিতি নেই। সদর উপজেলার প্রার্থীরা নির্বাচনের আগে আশা করছিলেন নতুন পদ্ধতীর কারনে ভোটারদের টানবে। কিন্তু রবিবার তা দেখা যায় নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী ইভিএম মেশিন স্বম্বলিত ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, আমাদের ধারণা ছিল ভোটার উপস্থিতি ভাল হবে ইভিএম মেশিন থাকায়। কিন্তু প্রার্থীদের নিকট পরিচিত ভোটার ছাড়া ভোট কেন্দ্রে আসছেন না।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মার্চ ২০১৯।
আরও পড়ুন: