ছাত্রলীগ করতে হলে প্রথমে ভাল ছাত্র হতে হবে- জাহিদ মালেক স্বপন

ফাইল ছবি
মোহাম্মদ
হাসান ফয়জী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী 
আলহাজ জাহিদ মালেক
স্বপন বলেছেন, ছাত্রলীগ করতে হলে প্রথমে ভাল ছাত্র হতে হবে। এ বছর মেডিকেল কলেজে ভর্তি
হওয়ার জন্য সর্বোচ্চ সংখ্যক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন, এর মধ্যে মাত্র ৯ হাজার আসন বরাদ্ধ
রয়েছে। তোমাদের মেডিকেল কলেজ সহ ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখা পড়া করে ছাত্রলীগ করতে
হবে।
তিনি
শনিবার রাত ১০ টার দিকে তার নিজ বাস ভবনে মানিকগঞ্জ
সদর উপজেলা ছাত্র
লীগের এক মতবিনিয়ম সভায়
এসব কথা বলেন। 
 

শনিবার রাতে গড়পাড়া নিজ বাসভবনে আলোচনা সভায় অতিথিবৃন্ধ

এসময়
প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন আরো বলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ
কমিটিসহ  সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর সভা, সদর,
দেবন্দ্র কলেজ শাখার ছাত্র লীগ কমিটি দ্রুত দিতে হবে।
তিনি
আরো বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের আদর্শের স্থান থেকে সড়ে গিয়ে কোথায় কি করে
তা একদিন প্রকাশ পাবেই। সত্য তে কথনও চাপা দিয়ে রাখা যায় না। ছাত্রলীগের কথার সাথে কাজের
মিল থাকতে হবে। কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে ছাত্রলীগের রাজনীতির গতি।
শনিবার রাতে গড়পাড়া নিজ বাসভবনে আলোচনা সভায় ছাত্রলীগ নেতা বক্তব্য রাখছেন
জাহিদ
মালেক স্বপন আরো বলেন, এক জন ডাক্তার মেডিকেল কলেজ তৈরি করে দিতে পারে না। রাজনীতি
বীদরাই মেডিকেল কলেজ তৈরি করে দিতে পারে। অর্থাৎ রাজনীতি বীদরাই দেশ পরিচালনা করে। তাই
তিনি ভাল ছাত্র হয়ে ছাত্রলীগের আদর্শ নিয়ে রাজনীতি করার নির্দেশে করেন। 
শনিবার রাতে গড়পাড়া নিজ বাসভবনে আলোচনা সভায় ছাত্রলীগ নেতা বক্তব্য রাখছেন
আলোচনা
সভায় অন্যান্যদের মধে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরতাজুল
আলম আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসরাফিল্ আলম, সাধারণ সম্পাদক মোঃ আফছার
উদ্দিন, সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ বাবুল সরকার।
ছাত্রলীগ
নেতাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য
এম..ইরাদ
কোরাইশী ইমন, মানিকগঞ্জ সদর উপজেলা
ছাত্রলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান অমিত,
সাধারণ সম্পাদক এম.
সিফাত কোরাইশী সুমন,
দপ্তর সম্পাদক  সফিকুল
ইসলাম রনিসহ
প্রায় শতাধিক ছাত্র লীগ নেতাকর্মীরা।
সদর ছাত্রলীগের মতবিনিময় সভা শনিবার সন্ধা ৭ টার দিকে শুরু হয়ে
রাত সাড়ে ১০ টায় শেষ হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ অক্টোবর/ ২০১৭।

বন্দুকের নলের মুখে ছেড়ে দেননি বলেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন- জাহিদ মালেক

আরও পড়ুন
আরো পড়ুুন