জাবিতে ভর্তি পরীক্ষা শুরুঃমানিকগঞ্জের ভর্তিচ্ছুদের সহযোগিতায় প্রস্তুত জেলা সমিতি

এস.কে.এম. হেদায়েত উল্লাহ্,জাবিঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে (৪৭-তম আবর্তন) ভর্তিপরীক্ষা শুরু হয়েছে রবিবার থেকে । ভর্তিপরীক্ষা চলবে ১৭ই অক্টোবর পর্যন্ত। মানিকগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি।

 এ লক্ষ্যে জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে মেইন গেটের(ডেইরী গেট) নিকটে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে। নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার হল চেনানো, প্রয়োজনে থাকার ব্যবস্থা করাসহ যেকোন সহযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে এ তথ্য ও সেবা কেন্দ্র।

এ বিষয়ে জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি আলামিন(রসায়ন-৪১) বলেন, জেলার শিক্ষার্থীদের যেকোন সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।জেলা সমিতির পক্ষ থেকে নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান সভাপতি ও সাধারণ সম্পাদক রবিন(ইতিহাস-৪২)।

এছাড়া রাজা(চারুকলা-৪৩),পারভেজ(আইবিএ-৪৩),রাজিব(মার্কেটিং-৪৩),মাসুদ(বাংলা-৪৪),মাসুূদ(নৃতত্ত্ব-৪৪),সহ জেলার অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তিচ্ছুদের অভিনন্দন জানান।

মানিকগঞ্জ২৪/ এস, কে, এম, হে/ ৮ অক্টোবর/ ২০১৭।

আরও পড়ুন

জাবি-তে ২ ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার মানিকগঞ্জের শিক্ষার্থী

আরো পড়ুুন