প্রেজেন্টার বলেছেন “আচ্ছা আপনি কি জানাবেন ?

টিভিতে ঢাকা দেখছি।
শুনছি টিভি প্রেজেন্টার আর রিপোর্টারদের বচন।

মাঝে মধ্যেই অপূর্ব,অভূতপূর্বসব প্রশ্ন,উত্তর,মন্তব্য শুনছি এদের কাছ থেকে। বিশ্বাস করুন অসাধারণ বিনোদন ভাষ্য।

স্টুডিও থেকে এক প্রেজেন্টার মাঠে থাকা রিপোর্টারকে এমনভাবে প্রশ্ন করলেন
যেন তিনি টানা ৬মাস পর ঘুম থেকে উঠেই স্টুডিওতে এসেছেন। প্রেজেন্টার বলেছেন
“আচ্ছা আপনি কি জানাবেন,ঢাকার রাস্তায় তো এই সময় প্রচণ্ড ভীড়, যানজট থাকে।
আজ রাস্তাঘাট এত ফাঁকা কেন,আর সড়কগুলোতে সাধারণ মানুষের আনাগোনাই বা কম কি
কারণে? “

এই প্রশ্নের “আনাগোনা “শব্দটিতে সবচেয়ে বেশী মজা পেয়েছি।
ঢাকার রাস্তায় ঢাকার মানুষ তাহলে প্রতিদিন চলাচল না,যাতায়াত না, আনাগোনাই করেন!!!

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৮ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

একটি পরিবারের জন্য মাত্র ১ কেজি চাল

আরো পড়ুুন