সাইফুদ্দিন আহম্মেদ নান্নু : ২২দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ। আদেশ অমান্য করায় গ্রেফতার হচ্ছে ইলিশ ধরা জেলেরা।
সবই ঠিক আছে,কিন্তু একটা জিনিস ঠিক নাই। ইলিশ ধরে জীবিকা নির্বাহকারী জেলে
পরিবারকে এই ২২দিন মাছ না ধরার জন্য দেয়া হচ্ছে পরিবার পিছু ২২কেজি চাল।
মানে প্রতিদিনের জন্য একটি পরিবারের জন্য মাত্র ১কেজি চাল। এক কেজিতে
পুরোপরিবার!!
তাও না হয় মানা গেল,এদের আর কোন খরচ নেই! ডাল,তেল,নুন মরিচ কেনার পয়সা আসবে কোত্থেকে?
লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৬ অক্টোবর/ ২০১৭।
আরও লেথা পড়ুন: