ঈদে নিরাপদে যাত্রী পারাপারে পাটুরিয়ায় মতবিনিময় সভা

শিবালয় প্রতিনিধি, ৯ জুন:  দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায় ঈদে নিরাপদে যাত্রী পারাপারে নিশ্চিতের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাটুরিয়া ঘাটের মোহনা কন্টোল  রুমে শনিবার দুপুরে আলোচনা সভার আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন। 

মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ  সাদাত সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা এলজিআরডির  নিবার্হী প্রকৌশলী  খন্দকার আসাদুজ্জামান। শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার, বিআইডব্লউটিসির আরিচা কার্য়লয়ের এজিএম জিল্লুর রহমান, বিআইডব্লিউটিএর আরিচা জোনের নৌ- ট্রফিক পরিচালক মো. ফরিদ আহম্মেদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু প্রমুখ।

সভায় বক্তারা ঈদে পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে সকল সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এসময়  পুলিশ সুপার জানান, ঈদের আগে যাজট নিরসনের জন্য  ঈদেও আগে ও পরে  তিন দিন ট্রাক চলাচল বন্ধ থাকবে।  এ সময় আইনশৃংঙ্খলা  বজায় রাখার জন্য  পাঁচশত  পুলিশ মোতায়ন থাকবে।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ৯ জুন ২০১৮।
আরও পড়ুন:

সিংগাইরে মামলা দিয়ে সাংবাদিক সোহরাব কে হয়রানি

আরো পড়ুুন