নিরাপদ খাদ্য প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করতে হবে মানিকগঞ্জে খাদ্য মন্ত্রী

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥ খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য খাওয়া মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার। মানুষকে নিরাপদ খাদ্য প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করতে হবে। সেটা নিয়ে আমরা কাজ করছি। আজ দুপুরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে মানিকগঞ্জে এক কর্ম্শালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, পদ্ধা সেতু আগামী নির্বাচনে আমাদের বীজয়ের পথ সুগম করবে। সাধারণ মানুষ নিরাপদ ও সুস্থ্য থাকুক এই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়ন উপলক্ষে সকালে মানিকগঞ্জ শহরে একটি র‌্যালী বের হয় এবং পরে  জেলা পরিষদ মিলনায়তনে একটি কমর্শালা অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারী ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীসহ দুই শতাধিক ব্যক্তি অংশ গ্রহন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জ্য়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিনসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

মানিকগঞ্জে লুট হওয়া স্বর্ণ উদ্ধার না হলেও অতিরিক্ত পুলিশ সুপার কে প্রত্যাহার

আরো পড়ুুন