মাসুম
বাদশাহ সিংগাইর: সিংগাইরে ধলেশ্বরী
নদী পারাপারের সময় মঙ্গলবার
সকালে বজ্রপাতে ২ জনের মৃত্যু
হয়েছে। আহত হয়েছেন স্বামী–স্ত্রীসহ কম পক্ষে ১০
জন। হতাহতরা সবাই উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে অবস্থিত বিউটিফুল জ্যাকেট লিঃ ও আকতার ফার্নিচার
ফ্যাক্টরীর শ্রমিক।
বাদশাহ সিংগাইর: সিংগাইরে ধলেশ্বরী
নদী পারাপারের সময় মঙ্গলবার
সকালে বজ্রপাতে ২ জনের মৃত্যু
হয়েছে। আহত হয়েছেন স্বামী–স্ত্রীসহ কম পক্ষে ১০
জন। হতাহতরা সবাই উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে অবস্থিত বিউটিফুল জ্যাকেট লিঃ ও আকতার ফার্নিচার
ফ্যাক্টরীর শ্রমিক।
ফোর্ডনগর গুচ্ছগ্রাম সংলগ্ন মাস্তাানের খেয়াঘাটের ইজারাদার মোঃ দবির উদ্দিন খান মানিক বলেন, মঙ্গলবার
সকাল পৌনে ৮টার দিকে বৃষ্টির মধ্যে খেয়াঘাটের অপর প্রান্ত সাভারস্থ কাতলাপুর ঘাট থেকে নৌকা ভর্তি ৪০–৫০ জন
গার্মেন্টস শ্রমিক পারাপারের সময় নদীর মাঝখানে পৌঁছানো মাত্র বজ্রপাতের ঘটনা ঘটে।
সকাল পৌনে ৮টার দিকে বৃষ্টির মধ্যে খেয়াঘাটের অপর প্রান্ত সাভারস্থ কাতলাপুর ঘাট থেকে নৌকা ভর্তি ৪০–৫০ জন
গার্মেন্টস শ্রমিক পারাপারের সময় নদীর মাঝখানে পৌঁছানো মাত্র বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে
রফিক (২৬) ও আবু হোসেন
(৩৫) নিহত হন। আহত হয়েছেন স্বামী– স্ত্রীসহ কমপক্ষে আরো ১০ জন। নিহত
রফিক সাবেক শিক্ষা উপ–মন্ত্রী গোলাম
সারোয়ার মিলনের মালিকানাধীন বিউটিফুল জ্যাকেট ফ্যাক্টরীর আয়রনম্যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।
রফিক (২৬) ও আবু হোসেন
(৩৫) নিহত হন। আহত হয়েছেন স্বামী– স্ত্রীসহ কমপক্ষে আরো ১০ জন। নিহত
রফিক সাবেক শিক্ষা উপ–মন্ত্রী গোলাম
সারোয়ার মিলনের মালিকানাধীন বিউটিফুল জ্যাকেট ফ্যাক্টরীর আয়রনম্যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।
অপর
নিহত আবু হোসেন আকতার ফার্ণিচার ফ্যাক্টরীর শ্রমিক ,তার গ্রামের বাড়ির বগুড়া জেলার নন্দী গ্রামে। প্রতিষ্ঠান দু‘টির কর্মকর্তারা নিহতদ্বয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত আবু হোসেন আকতার ফার্ণিচার ফ্যাক্টরীর শ্রমিক ,তার গ্রামের বাড়ির বগুড়া জেলার নন্দী গ্রামে। প্রতিষ্ঠান দু‘টির কর্মকর্তারা নিহতদ্বয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিউটিফুল
জ্যাকেট ফ্যাক্টরী লিঃ এর এডমিন অফিসার
আনোয়ার হোসেন বলেন, নিহত রফিক ছাড়াও বজ্রপাতে
তাদের প্রতিষ্ঠানের স্বামী–স্ত্রী রানা (২৬), বানু আক্তার (২৩) ও সাইফুল (২৪)
আহত হয়েছেন।
জ্যাকেট ফ্যাক্টরী লিঃ এর এডমিন অফিসার
আনোয়ার হোসেন বলেন, নিহত রফিক ছাড়াও বজ্রপাতে
তাদের প্রতিষ্ঠানের স্বামী–স্ত্রী রানা (২৬), বানু আক্তার (২৩) ও সাইফুল (২৪)
আহত হয়েছেন।
অপর
দিকে আকতার ফার্নিচার ফ্যাক্টরীর ডিজিএম (এডমিন) মেহেদী মোস্তাফা সারেয়ার বলেন, আশা আক্তার (২২), আফরোজা (২৩) ও ফৈরদাউস (৪০)
সহ আরো ২–৩ জন
কর্মী বজ্রপাতে আহত হয়েছেন।
দিকে আকতার ফার্নিচার ফ্যাক্টরীর ডিজিএম (এডমিন) মেহেদী মোস্তাফা সারেয়ার বলেন, আশা আক্তার (২২), আফরোজা (২৩) ও ফৈরদাউস (৪০)
সহ আরো ২–৩ জন
কর্মী বজ্রপাতে আহত হয়েছেন।
আহতদের
সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২২ আগস্ট/
২০১৭।
হা.ফ/ ২২ আগস্ট/
২০১৭।