মানিকগঞ্জে ১৬০ টি মন্দিরে অনুদান

মানিকগঞ্জ ২৪ প্রতিনিধি: আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার ১৬০টি মন্দিরে সরকার ও তার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন রবিবার দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে এ অনুদান তুলে দেন।

এ উপলক্ষে এক আলোনা সভায় মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী,  মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।

এ সভায়  পূজা উদযানপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশ নেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন