মনে রাখবেন কেউই রোহিঙ্গাদের জামাই আদরে ডেকে এনে ঠাঁই দেয়নি

.

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: পথ জানা থাকলে বলুন, একটা বড় সংখ্যার সচেতন,সক্রিয় মানুষ
আছেন,যারা প্রথম দিন থেকেই রোহিঙ্গাদের আশ্রয়ের বিরুদ্ধে, এরা এখনও
বিরুদ্ধে। এদের আর তর সইছে না, এদের গাঁ জ্বলছে,হাত,পা,কামড়াচ্ছে। পারে তো
এখনই একটা কিক মেরে সমস্ত রোহিঙ্গাদের বার্মায় পাঠিয়ে দেয়।

যদি
বলেন তুমি কি চাও? আমিও চাই রোহিঙ্গারা এক্ষুনি চলে যাক। কাল সকালে ঘুম
থেকে জেগে যেন শুনি সমস্ত রোহিঙ্গা হাসিমুখে তাদের বাড়ি আরাকানে ফিরে গেছে।
ওটাই ওদের জন্মভূমি। ওটাই ওদের ঠিকানা,ওখানেই ওদের ফিরতে হবে।

কিন্তু যারা এখুনি,এক মিনিটেই ঝাঁটাপেটা করে রোহিঙ্গাদের বিতাড়িত করবার
জন্য উন্মাদগ্রস্থ আচরণ করছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে, আপনারা ঘুমের
ঘোরে আছেন। আপাতত রোহিঙ্গাদের ফিরে যাবার সম্ভাবনা নেই। সরকারের
কাছে,আমাদের কাছে কোন শর্টকাট পথ খোলা নেই,জানা নেই।

আপনাদের কাছে
কোন পথ খোলা থাকলে বলুন দেখি, কোন প্রক্রিয়ায় দুদিন, সাতদিন, সাত সপ্তাহের
মধ্যে তাদের ফেরত পাঠাবেন,আছে কোন পথ? নেই তাই না।

যদি না থাকে তবে
দয়া করে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষ ছড়াবেন না, এদেশের মানুষের মনে
ঘৃণার,বিষবৃক্ষের চাড়া রোপন করবেন না। ফেরত পাঠানোর দায়িত্ব সরকার
নিয়েছেন,সরকারই এটি করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিন,তিনি সফল হবেন।
বিতর্ক,জিঘাংসার জন্ম দিয়ে, কল্পকাহিনীর বিস্তার ঘটিয়ে সরকার তথা
প্রধানমন্ত্রীর পথকে দুর্গম করবেন না। নতুন করে অস্থিরতা ছড়াবেন না।

মনে রাখবেন কেউই রোহিঙ্গাদের জামাই আদরে ডেকে এনে ঠাঁই দেয়নি। ওরা প্রাণ
বাঁচাতে লাখে লাখে ছুটে এসেছে আমরা ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি,আশ্রয়
দিতে বাধ্য হয়েছি। আবার বলি,আশ্রয় দিতে বাধ্য হয়েছি।

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ ২৪ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন