মোহাম্মদ হাসান
ফয়জী: বাংলাদেশের হয়ে যেন বিশ্বকাপ নিয়ে আসতে পারি বলে মন্তব্য করছেন বিশ্ব সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। আপাত রাজনীতিতে আসার কোন ইচ্ছে নেই। জনসেবা মূলক কাজ করতে ভাল লাগে।সামাজিক দায়বদ্ধতা থেকেই ত্রান কাযক্রমে
ও ইউনিসেফের ডাকে রোহিঙ্গাদের পাশে দারিয়েছি। ভবিষ্যতে সুযোগ পেলে এমন সামাজিক কর্মকান্ডে
যুক্ত থাকব।
ফয়জী: বাংলাদেশের হয়ে যেন বিশ্বকাপ নিয়ে আসতে পারি বলে মন্তব্য করছেন বিশ্ব সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান। আপাত রাজনীতিতে আসার কোন ইচ্ছে নেই। জনসেবা মূলক কাজ করতে ভাল লাগে।সামাজিক দায়বদ্ধতা থেকেই ত্রান কাযক্রমে
ও ইউনিসেফের ডাকে রোহিঙ্গাদের পাশে দারিয়েছি। ভবিষ্যতে সুযোগ পেলে এমন সামাজিক কর্মকান্ডে
যুক্ত থাকব।
তিনি সোমবার বিকালে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মানিকগঞ্জের ঘিওরে বর্ন্যাতদের মাঝে ত্রাণ
বিতরণ কালে এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে মানিকগঞ্জের ঘিওরে বর্ন্যাতদের মাঝে ত্রাণ
বিতরণ কালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও
ক্রীকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুজর্য়, গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আব্দুল
বাতেন, সদস্য গামেনি সিলভা, জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ
ফটো, মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।
মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও
ক্রীকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুজর্য়, গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আব্দুল
বাতেন, সদস্য গামেনি সিলভা, জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ
ফটো, মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।
সাকিব আল হাসান
কে দেখার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট পাগল ভক্তরা ভীড় জমান ঘিওর মাঠে।
কে দেখার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট পাগল ভক্তরা ভীড় জমান ঘিওর মাঠে।
বন্যাদুর্গত দুই
হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি,সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা
ও লবন বিতরন করা হয়।
হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি,সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা
ও লবন বিতরন করা হয়।
মানিকগঞ্জ২৪/
২৫ সেপ্টেম্বর/ ২০১৭।
২৫ সেপ্টেম্বর/ ২০১৭।