মানিকগঞ্জ২৪
প্রতিনিধি: পাটুরিয়া ও আরিচা থেকে ঢাকা গামী যাত্রীদের নিকট থেকে ২ গুন বেশী ভাড়া আদায়
করছে পরিবহন শ্রমিকরা । ঈদের ছুটি শেষে গেল সপ্তাহের সোমবার থেকে দক্ষিণ – পশ্চিম অঞ্চলের
প্রবেশদ্বার পাটুরিয়া ও আরিচা দিয়ে যাত্রীরা ঢাকা যাওয়া শুরু করেছে। শুক্রবার হওয়ায়
সকাল থেকেই বাড়তি যাত্রী থাকায় পরিবহন সংকট দেখা দিয়েছে। বাসের চাইতে পিকাপ ও মেক্সিতে
ভাড়া কম থাকায় এখানেও যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
প্রতিনিধি: পাটুরিয়া ও আরিচা থেকে ঢাকা গামী যাত্রীদের নিকট থেকে ২ গুন বেশী ভাড়া আদায়
করছে পরিবহন শ্রমিকরা । ঈদের ছুটি শেষে গেল সপ্তাহের সোমবার থেকে দক্ষিণ – পশ্চিম অঞ্চলের
প্রবেশদ্বার পাটুরিয়া ও আরিচা দিয়ে যাত্রীরা ঢাকা যাওয়া শুরু করেছে। শুক্রবার হওয়ায়
সকাল থেকেই বাড়তি যাত্রী থাকায় পরিবহন সংকট দেখা দিয়েছে। বাসের চাইতে পিকাপ ও মেক্সিতে
ভাড়া কম থাকায় এখানেও যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
শুক্রবার
দৌলতদিয়ায় ফেরি পারা পারে পরিবহনের দীর্ঘ সারি থাকায় যাত্রীরা লোকাল বাস ধরে ফেরি ও
লঞ্চে করে পাটুরিয়ায় আসছে। কিন্তু এখানে এসেই পরিবহন সংকটে পড়ছে। এ সুযোগে পরিবহন শ্রমিকরা
অতিরিক্ত ভাড়া আদায় করছে। শুক্রবার পাটুরিয়া থেকে গাবতুলির ভাড়া আদায় করা হচ্ছে ৩০০
টাকা করে।
দৌলতদিয়ায় ফেরি পারা পারে পরিবহনের দীর্ঘ সারি থাকায় যাত্রীরা লোকাল বাস ধরে ফেরি ও
লঞ্চে করে পাটুরিয়ায় আসছে। কিন্তু এখানে এসেই পরিবহন সংকটে পড়ছে। এ সুযোগে পরিবহন শ্রমিকরা
অতিরিক্ত ভাড়া আদায় করছে। শুক্রবার পাটুরিয়া থেকে গাবতুলির ভাড়া আদায় করা হচ্ছে ৩০০
টাকা করে।
অপরদিকে
আরিচাতেও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। বাসের সংকট এবং বেশী ভাড়া নেওয়ার কারনে
যাত্রীরা মিনি ট্রাক ও মেক্সিতেও প্রিয় কর্মস্থল ঢাকাতে যেতে দেখা যাচ্ছে।
আরিচাতেও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। বাসের সংকট এবং বেশী ভাড়া নেওয়ার কারনে
যাত্রীরা মিনি ট্রাক ও মেক্সিতেও প্রিয় কর্মস্থল ঢাকাতে যেতে দেখা যাচ্ছে।
শুক্রবার
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় পাটুরিয়া -ঢাকা সড়কে এন, এন, বি, পদ্ধালাইন ও ভিলেজ
লাইন এবং বিআরটিসি বাস চলাচল করে। কিন্তু ঈদ ও উৎসবের সময় এ সড়কে বাইরের বাস নেমে পড়ে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় পাটুরিয়া -ঢাকা সড়কে এন, এন, বি, পদ্ধালাইন ও ভিলেজ
লাইন এবং বিআরটিসি বাস চলাচল করে। কিন্তু ঈদ ও উৎসবের সময় এ সড়কে বাইরের বাস নেমে পড়ে।
শুক্রবার
শুভযাত্রা, ওয়েলকাম, এস,বি লিংক ও জনসেবা বাস ও পাটুরিয়া- ঢাকা ট্রিপ ধরছে। এসব বাসে
যাত্রীদের চুক্তি করে উঠাচ্ছে যেখানেই নামুক ভাড়া ৩০০ টাকা।
শুভযাত্রা, ওয়েলকাম, এস,বি লিংক ও জনসেবা বাস ও পাটুরিয়া- ঢাকা ট্রিপ ধরছে। এসব বাসে
যাত্রীদের চুক্তি করে উঠাচ্ছে যেখানেই নামুক ভাড়া ৩০০ টাকা।
অপরদিকে
পিকাপ, মিনি ট্রাক ও মেক্সি পরিবহনের শ্রমিকরাও ট্রিপ ধরছেন।এসব পরিবহনে বাসের চাইতে
১০০ টাকা ভাড়া কম থাকায় এখানেও যাত্রীদের বেশী পছন্দ।
পিকাপ, মিনি ট্রাক ও মেক্সি পরিবহনের শ্রমিকরাও ট্রিপ ধরছেন।এসব পরিবহনে বাসের চাইতে
১০০ টাকা ভাড়া কম থাকায় এখানেও যাত্রীদের বেশী পছন্দ।
ভিলেজ
লাইনের যাত্রী ফারুক জানান, পাটুরিয়ায় বাস কম যাত্রী বেশী থাকায় ভিলেজ লাইনের হেলপার
বলে উঠাচ্ছেন যেখাইনেই নাম্বেন ভাড়া ৩০০ টাকা।
লাইনের যাত্রী ফারুক জানান, পাটুরিয়ায় বাস কম যাত্রী বেশী থাকায় ভিলেজ লাইনের হেলপার
বলে উঠাচ্ছেন যেখাইনেই নাম্বেন ভাড়া ৩০০ টাকা।
সাভারের
একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন আমজাদ, তার পরিবাবের ৪ জন সদস্য নিয়ে যাবেন ।কিন্তু বাস কম থাকায় উঠতে পারছেন না। বাস পেলেও ভাড়া ৩০০ টাকা তাই তিনি ২০০ টাকা চুক্তিতে
মিনি ট্রাকে উঠেছেন।
একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন আমজাদ, তার পরিবাবের ৪ জন সদস্য নিয়ে যাবেন ।কিন্তু বাস কম থাকায় উঠতে পারছেন না। বাস পেলেও ভাড়া ৩০০ টাকা তাই তিনি ২০০ টাকা চুক্তিতে
মিনি ট্রাকে উঠেছেন।
এ
ব্যাপারে ভিলেজ লাইনের চালক শুকচান জানান, ঢাকা থেকে পাটুরিয়ায় খালি গাড়ি নিয়ে আসতে
হয়, তাই একটু ভাড়া বেশী নিচ্ছি।
ব্যাপারে ভিলেজ লাইনের চালক শুকচান জানান, ঢাকা থেকে পাটুরিয়ায় খালি গাড়ি নিয়ে আসতে
হয়, তাই একটু ভাড়া বেশী নিচ্ছি।
পদ্ধা
লাইনের চালক জাফর জানান, ভাই ঈদের আগের রাত ৩ টা পযন্ত যাত্রী নামাইছি পাটুরিয়ায়, আবার
এখন দিন রাত ঢাকায় যাত্রী নিচ্ছি। একটু বাড়তি টাকার নিলে দুষের কি।
লাইনের চালক জাফর জানান, ভাই ঈদের আগের রাত ৩ টা পযন্ত যাত্রী নামাইছি পাটুরিয়ায়, আবার
এখন দিন রাত ঢাকায় যাত্রী নিচ্ছি। একটু বাড়তি টাকার নিলে দুষের কি।
মিনি
ট্রাক শ্রমিক আশরাফ জানান, গাবতলি থেকে রাজবাড়ী ট্রিপ ধরছিলাম। পাটুরিয়ায় যাত্রীরা
বাস পাচ্ছে না তাই গাবতুলীর ৯ পেসেঞ্জার তুলছি।
ট্রাক শ্রমিক আশরাফ জানান, গাবতলি থেকে রাজবাড়ী ট্রিপ ধরছিলাম। পাটুরিয়ায় যাত্রীরা
বাস পাচ্ছে না তাই গাবতুলীর ৯ পেসেঞ্জার তুলছি।
শুক্রবার
দিন ভর পাটুরিয়ার মত আরিচা পুরাতন টার্মিনালেও বাস সংকট থাকায় বাড়তি ভাড়া আদায় করছে
পরিবহন শ্রমিকরা।
দিন ভর পাটুরিয়ার মত আরিচা পুরাতন টার্মিনালেও বাস সংকট থাকায় বাড়তি ভাড়া আদায় করছে
পরিবহন শ্রমিকরা।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৮ সেপ্টেম্বর/ ২০১৭।
হা.ফ/ ৮ সেপ্টেম্বর/ ২০১৭।