আব্দুল মালেক: অাপনারা সবাই জানেন বর্তমান সদাশয় সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের এদেশে
অাশ্রয় দিয়েছেন।যা বিশ্বে বিরল ঘটনা।
কিন্তু এখন প্রায়ই শোনা যাচ্ছে এসব
রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ এদেশের নাগরিক হওয়ার জন্য দেশের যেকোন স্থান হতে
জন্ম নিবন্ধন করার জন্য বিভিন্ন দালালের দ্বারস্থ হচ্ছেন। দালাল লোক গুলো
হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে তার পরিবারের সদস্য,মামাতে,ফুফাতো,চাচাতো ভাই
বোন পরিচয় দিয়ে রোহিঙ্গাদের জন্ম সনদ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা
চালাচ্ছেন।
যেহেতু জন্ম নিবন্ধনের অাইডি ও পাসওয়ার্ড সচিবের নামে সেহেতু
এরকম কোন অনিয়ম হলে সে দায়ভার হতে সচিব গণ কোন ভাবেই রেহাই পাবেন বলে অামার
মনে হয়না। সুতরাং সময় থাকতে সর্বোচচ সতর্কবস্থায় থাকা উচিত। সকলে ভাল থাকুন।
লেখা আব্দুল মালেক এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৩ অক্টোবর/ ২০১৭।
তার আও লেখা পড়তে চাইলে ক্লিক করুন:গৃহবন্দি সুচির সঙ্গে ক্ষমতার মসনদে বসা সুচির বিশাল পার্থক্য