সাটুরিয়া
প্রতিনিধি: সাটুরিয়ায় ডিবি পরিচয়ে ফিল্মি স্টাইলে হেলবাইক ছিনতাই হয়েছে। মঙ্গলবার দুপুর
১২ টার দিকে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫/৬
জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হেলবাইক ও চালক কে উঠিয়ে নিয়ে যায়।
প্রতিনিধি: সাটুরিয়ায় ডিবি পরিচয়ে ফিল্মি স্টাইলে হেলবাইক ছিনতাই হয়েছে। মঙ্গলবার দুপুর
১২ টার দিকে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫/৬
জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হেলবাইক ও চালক কে উঠিয়ে নিয়ে যায়।
বিষয়টি
নিশ্চিত করেছেন সাটুরিয়া- বালিয়াটী সড়কের অটবাইক চালক সমিতির সভাপতি মোঃ হালিম মিয়া।
নিশ্চিত করেছেন সাটুরিয়া- বালিয়াটী সড়কের অটবাইক চালক সমিতির সভাপতি মোঃ হালিম মিয়া।
বালিয়াটী-
সাটুরিয়া সড়কের অটবাইক চালক মুক্তার আলী জানান, মঙ্গলবার দুপুরে বালিয়াটী জমিদার বাড়ীর
সামনের স্টান্ড থেকে যাত্রী সেজে মনিরের হেল বাইক রিজার্ভ করে এক যাত্রী। পরে মানিকগঞ্জ
যাওয়ার বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে হাইস গাড়ীতে উৎপেতে থাকা ৫/৬ জন নিজেদের
ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক মনির কে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নেয়। এসময় তার
হেলবাইকটি দুই যুবক চালিয়ে নিয়ে যায়। মনিরের সিম কার্ড ও মেমেরী কার্ড রেখে তাকে ঢাকা-
আরিচা মহা সড়কের মানিকগঞ্জে ফেলে যায়।
সাটুরিয়া সড়কের অটবাইক চালক মুক্তার আলী জানান, মঙ্গলবার দুপুরে বালিয়াটী জমিদার বাড়ীর
সামনের স্টান্ড থেকে যাত্রী সেজে মনিরের হেল বাইক রিজার্ভ করে এক যাত্রী। পরে মানিকগঞ্জ
যাওয়ার বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে হাইস গাড়ীতে উৎপেতে থাকা ৫/৬ জন নিজেদের
ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক মনির কে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নেয়। এসময় তার
হেলবাইকটি দুই যুবক চালিয়ে নিয়ে যায়। মনিরের সিম কার্ড ও মেমেরী কার্ড রেখে তাকে ঢাকা-
আরিচা মহা সড়কের মানিকগঞ্জে ফেলে যায়।
ছিনতাই
হওয়ার হেলবাইকের চালক পার্শবর্তী ধামরাই উপজেলার মুন্সিচড় গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র
মনির হোসেন। মনির বালিয়াটী- সাটরিয়া সড়কে হেলবাইক চালান।
হওয়ার হেলবাইকের চালক পার্শবর্তী ধামরাই উপজেলার মুন্সিচড় গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র
মনির হোসেন। মনির বালিয়াটী- সাটরিয়া সড়কে হেলবাইক চালান।
এই
সড়কের আরেক হেলবাইক চালক মুক্তার আলী জানান, মনির ২ মাস আগে শো-রুম থেকে দেড় লক্ষ টাকা
দিয়ে হেলবাইকটি কিনে আনেন। আর দুই মাস না পেরুতেই বালয়াটীতে থেকে হেলবাইকটি ছিনতাই
হয়ে গেল। এভাবে রুটি রুজির জিনিস দিন দুপুরে ছিনতাই হলে আমরা কি করব।
সড়কের আরেক হেলবাইক চালক মুক্তার আলী জানান, মনির ২ মাস আগে শো-রুম থেকে দেড় লক্ষ টাকা
দিয়ে হেলবাইকটি কিনে আনেন। আর দুই মাস না পেরুতেই বালয়াটীতে থেকে হেলবাইকটি ছিনতাই
হয়ে গেল। এভাবে রুটি রুজির জিনিস দিন দুপুরে ছিনতাই হলে আমরা কি করব।
বালিয়াটী
বাজারে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে গিয়ে কথা হয় হেলবাইক চলাক মজর আলী জানান, মনির
তার ভাইদের নিয়ে ছিনতাই হওয়া হেলবাইক খুজতে গেছে। তার মোবাইলের সিম ছিনতাই কারীরা নিয়ে
যাওয়ার কারনে মনিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
বাজারে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে গিয়ে কথা হয় হেলবাইক চলাক মজর আলী জানান, মনির
তার ভাইদের নিয়ে ছিনতাই হওয়া হেলবাইক খুজতে গেছে। তার মোবাইলের সিম ছিনতাই কারীরা নিয়ে
যাওয়ার কারনে মনিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
এ
ব্যাপারে ছিনতাই হওয়া হেলবাইক চালকের কাকাত ভাই দেলোয়ার হোসেন জানান, মনিরের নতুন
হেলবাইকটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে নিয়ে গেছে। আমরা ফোন করে ও মটর সাইকেল
দিয়ে হেলবাইকটি খুজা খুজি করছি।
ব্যাপারে ছিনতাই হওয়া হেলবাইক চালকের কাকাত ভাই দেলোয়ার হোসেন জানান, মনিরের নতুন
হেলবাইকটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে নিয়ে গেছে। আমরা ফোন করে ও মটর সাইকেল
দিয়ে হেলবাইকটি খুজা খুজি করছি।
এ
ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, ডিবি পুলিশ
পরিচয়ে হেলবাইক ছিনতাইয়ের বিষয়টি আপনার মাধ্যমে শুনতে পেলাম। মালিক ও চালকদের মধ্যে
কেউ থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, ডিবি পুলিশ
পরিচয়ে হেলবাইক ছিনতাইয়ের বিষয়টি আপনার মাধ্যমে শুনতে পেলাম। মালিক ও চালকদের মধ্যে
কেউ থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।