সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: আদর্শ নিয়ে কারো দ্বিমত থাকতে পারে কিন্তু জসীম উদ্দীন মণ্ডলের মত
মানুষদের দেশপ্রেম, সততা,নিষ্ঠা আর ত্যাগ নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ নেই।
জসীম মণ্ডলেরা সাধারণ মানুষ,দেশের জন্য জীবন উৎসর্গ করেও কাঙ্ক্ষিত
লক্ষ্যকে ছুঁতে পারেন নি সত্য কিন্তু এই দেশকে দিয়েছেন অনেক। ব্যর্থতা
তাঁদের না,ব্যর্থতা আমাদের। আমরা তাঁদের বুঝতে পারিনি,গুরুত্ব দেইনি।
জসীম মণ্ডলেরা একে একে চলে যাচ্ছেন অসীম শূন্যতা রেখে। কি রাজনীতি,কি সংস্কৃতি,কি শিক্ষা,শিল্প,সাহিত্য সবখানে গভীর শূন্যতা।
ছফা,শাহ আব্দুল করিম,বিজয় সরকার,কালুশাহ্,রাধা রমন,আব্দুল আলীম,নীনা
হামিদ,বশির আহমেদ,মাহমুদুন্নবী,জহির রায়হান,কাজী জহির, নারায়ন ঘোষ,শামসুর
রাহমান, সৈয়দ শামসুল হক,জসীম উদ্দীন,সেলিম আল দীন,হুমায়ূণ ফরিদীর মত শ’শ
কালস্রস্টা মানুষেরা চলে যাচ্ছেন কিন্তু তাঁদের শূন্য করে রেখে যাওয়া
শূন্যস্থান শূন্যই রয়ে যাচ্ছে, শূন্য জমিনে কেবলই বাড়ছে প্রাণঘাতি
আগাছা,পরজীবি, পরগাছা। দুঃখটা এখানেই।
লেখা ও ছবি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
আও লেখা পড়তে চাইতে ক্লিক করুন:
মানিকগঞ্জ২৪/ ৩ অক্টোবর/ ২০১৭।