মানিকগঞ্জে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা প্রধান

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি মানিকগঞ্জে সেনাবাহিনী কর্তৃক গবাদি প্রাণী ও হাস মুরগীর ফ্রি চিকিৎসা প্রধান করেছে। 

মঙ্গলবার সদর উপজেলার গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।

সকালে কর্ণেল এস এম আজিজুল করিম হুসাইনি আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল পলাশ কুমার ভট্টাচার্য, লে. কর্ণেল রেজাউল করিম পি এসসি, মেজর মুক্তারুজ্জামান, মেজর প্রণব কান্তি সাহা, ক্যাপটেন পিয়াস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ আরও অনেকে।

ক্যাম্পে প্রায় শহ্রাধিক গরু, দুই হাজার ছাগল ও ভেড়া এবং পাঁচ হাজার হাস-মুরগীর চিকিৎসা ও ফ্রি ঔষুধ দেওয়া হয়।  পরে  স্থানীয় কয়েকটি স্কুলে ফুটবল ও ভলিবল উপহার দেন সেনাবাহিনী সাভার অঞ্চলের ঐ মেডিকেল টিমের সদস্যরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়া ফাষ্ট গ্রুপের কর্ম পরিকল্পনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত

আরো পড়ুুন