সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকীর নিকট স্বারক লিপি প্রধান করেছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা তাদের চাকুরী স্থায়ী করণের দাবীতে এই স্বারকলিপি প্রধান করে।
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক কর্মচারীদের ৫% বেতনবৃদ্ধি, বৈশাখীভাতা,পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ীভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবী তুলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াটীঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান, ধূল্ল্যা বি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান, ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল বাসার, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, ফুকুরহাটি কান্দা পাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান খান ইকবাল, দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে সাটুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষকসমিতির সভাপতি ছানিহুর আক্তার জানান, আগামী ১৪ জানুয়ারী মানিকগঞ্জ জেলার সকল শিক্ষকদের অংশ গ্রহণে র্যালী ও সমাবেশ করে জেল প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: