হরিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরণ বিতরণ

হরিরামপুর
প্রতিনিধি: এবার জেলার হরিরামপুরের ৪ টি বিদ্যালয়ের ৫শত ৫০ জন শিক্ষার্থীদের হাতে
কলম ও খাতা বিতরণ করলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল
হক সুমন।
জেলার
হরিরামপুর

উপজেলার
সুতালড়ী

ইউনিয়নের ৪২নং ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় , ৩৯নং সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় , ৪৪নং পূর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪১নং সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নাস্তা তুলে
দেন মাহবুবুল

হক সুমন ও ইউ এফ এ নামের
একটি স্থানীয় ক্লাব।

 

এসময়
উস্থিত ছিলেন ডাক্তার

সালমুন নাহার রিমু, ক্লাবের  সংগঠক লিমা,  রফিক , নবীন , রাসেল ,শাকিল ,উৎসব, রুবেল সকল বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
ক্লাবটির পরিচালক মাহবুবুল হক সুমন জানান, আমার
যতটুকো সামর্থ আছে তা দিয়েই এসব শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দিয়ে যাচ্ছি।
সমাজের প্রতিটি মানুষকেই যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নের জন্য কাজ করা উচিত।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৭ জানুয়ারী/ ২০১৮।
আরও
পড়ুন:

সাটুরিয়া ফাষ্ট গ্রুপের কর্ম পরিকল্পনা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত

আরো পড়ুুন