মানিকগঞ্জে নয়ন হত্যার বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি,  ৫ মে: মানিকগঞ্জের বান্দুটিয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র মারুফ হাসান নয়ন হত্যার এজাহারভুক্ত আসামী রাকিব নূর হৃদয়কে গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় বোন শারমীন আক্তার শোভা।

এসময় সাথে ছিলেন নিহতের চাচা  মামলার বাদি ফরিদ আল মাহমুদ ও ছোট ভাই নিয়ামুল হোসেন নিলয়।

লিখিত বক্তব্যে নিহতের বড় বোন শারমীন আক্তার শোভা বলেন, ২০১৩ সালের ২৬ নভেম্বর বিকেলে আসামী রাকিব নূর হৃদয় ও রাকিব হোসেন ধারালো ছুরির আঘাতে খুন করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া নয়নকে।

ঘটনার একদিন পর ২৭ নভেম্বর নিহতের চাচা ফরিদ আল মাহমুদ বাদী হয়ে হৃদয় ও রাকিবের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করে।  ২০১৫ সালের ৩০ নভেম্বর পুলিশ মামলার দুই আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। অভিযুক্ত দুই আসামী আদালত থেকে জামিন নিয়ে বিভিন্ন সময়ে নিহতের পরিবারকে মামলা তুলে নিতে এবং সাক্ষী না দিতে নানাভাবে হুমকী ধামকী দিতে থাকে। রাকিব বর্তমানে জামিনে আছে। বর্তমানে আসামীরা তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে মামলার বাদি ফরিদ আল মাহমুদ বলেন, তার ভাতিজাকে হত্যার পর আসামীরা জামিনে এসে তাকে হত্যার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে তিনি সদর থানায় জিডি করেছেন।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হৃদয়কে অবিলম্বে গ্রেফতার করে দৃস্টা মূলক শাস্তির  দাবী জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ মে, ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে অগ্রণী ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত

আরো পড়ুুন