মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জানুয়ারী: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঞ্জুর আলম খান (৪২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান নিশ্চত করে বলেন, ওই চিকিৎসক দৌলতপুর উপজলা স্বাস্থ্য কমপেপ্লক্সে শিশু বিশেষজ্ঞ পদে কমরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিলাম্বরপট্টি গ্রামে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে কর্মস্থল দৌলতপুরে যাওয়ার পথে কালীগঙ্গা নদী থেকে একটি মাটিভর্তি ট্রাক হঠাৎ মহাসড়কে উঠে তাকে চাপা দেয়। পরে তাকে পথচারীরা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জানুয়ারী ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে হেরোইন ব্যবসায়ীর কারাদন্ড

আরো পড়ুুন