মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ মে:

মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আবুল বাশারের ব্যাক্তিগত উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া, পুটাইল ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক কর্মহীন মানুষের মধ্যে  চাল, ডাল, আটা, ছোলা ও সেমাই বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার ঘোষ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, হাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগ নেতা এস এম আব্বাস আকাশ, তাপস সাহা, পাপ্পু ঘোষসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০২০।

আরো পড়ুুন