ঘিওরে বিনা কারনে ঘুরাফেরা করায় জরিমানা

ঘিওর প্রতিনিধি, ১৩ মে:

মানিকগঞ্জের ঘিওরে বিনা কারনে ঘুরাফেরা করায় দুই যুবককে জরিমনা করেছে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার। সেই সাথে অবৈধ পক্রিয়ায় চানাচুর উৎপাদন,  মূল্য তালিকা প্রদর্শন না করা এবং  দ্রব্যমূল্য বেশী রাখায়  তিন ব্যাবসায়ীকেও জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর বাজারে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘিওর সদর বাজারে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর উৎপাদন ও অস্বাস্থ্যকর উপায়ে প্রক্রিয়া করায় দিলবার চানাচুর ফ্যাক্টরিকে ২০ হাজার,  মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেয়ায় শহিদুল স্টোরকে ৫ হাজার , দীপক স্টোর কে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও শষ্যের বীজ বিক্রির অপরাধে বিউটি স্টোর কে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় ঘিওর বাজারে বিনা কারনে ঘুরা ফেরা করার দায়ে মোস্তাফিজুর কে ১শত ও তাপসকে ২ শত টাকা জরিমানা করেন।

অভিযানে সহযোগীতা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ মে ২০২০।

আরো পড়ুুন