রুপালি ব্যাংকে পূনঃসংস্কার কাজ করতে গিয়ে
মোটর রুলের দরজার
নিচে পড়ে এক
শ্রমিক নিহত হয়েছ। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। আহত শ্রমিক কে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিক আরিফের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছোট বিলতালাই গ্রামে। আহত শ্রমিক মোঃ মোশারফের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে
রুপালি
ব্যাংকের ম্যানেজার মোঃ আনোয়ার
হোসেন
জানান, রুপালি ব্যাংকের গোলড়া শাখায় সংস্কার
কাজ চলছে। মেসার্স
জে এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ব্যাংকের সংস্কার
কাজ করছেন। আর এ সাইড দেখাশুনার দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ
হোসেন।
প্রতিদিনই ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করায়। রবিবার
দুপর ১২ টার দিকে ব্যাংকের মোটর রুলারের দরজা সরাতে গিয়ে এক শ্রমিকের উপর পরে। আরেকজন আহত হন।
চিকিৎসক তাকে আরিফ কে মৃত ঘোষণা করে এবং মোশারফ কে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আর এ ঘনটায় রবিবার সন্ধার দিকে সাটুরিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
নিহত শ্রমিক আরিফের মরদেহ মানিকগঞ্জ সদর
হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করার পক্রিয়া চলছে বলে জানিয়ছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান।