আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সচিবদের চাকুরী জাতীয়করণ করতে সোচ্চার থাকব

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: আমি নির্বাচিত
হলে ইউনিয়ন পরিষদের সচিবদের চাকুরী জাতীয়করণ করতে সোচ্চার থাকব। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ
সেক্রেটারী সামিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতির পদে প্রতিদন্ধীতা করবেন সাটুরিয়ার
কৃতি সন্তান হরগজ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাজেদুল মুকছুদ।
মাজেদুল সাটুরিয়া
উপজেলার ধূল্যা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সনে জন্মগ্রহন করেন। তিনি
ধুল্যা পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, ধূল্যা ভিএম উচ্চ বিদ্যালয়
থেকে এস, এস,সি, দরগ্রাম সরকারী ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে এইচ, এস, সি ও ঘিওর
সরকারী কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। 
পরে তিনি ১৯৯২
সনে মানিকগঞ্জ জেলায়  ইউনিয়ন পরিষদ সচিব পদে
যোগদান করেন।  তিনি চাকুরী জীবনে দৌলতপুর উপজেলার
কলিয়া ইউনিয়ন পরিষদ, সাটুরিয়ার বালিয়াটী, ফুকুরহাটি, ধানকোড়া শেষে বর্তমানে হরগজ ইউনিয়ন
পষিদে কর্মরত আছেন।
দীর্ঘ চাকুরী
জীবনে তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সাটুরিয়া উপজেলা শাখার সভপতি পদে
সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। 
এবার তিনি মানিকগঞ্জের
৭ টি উপজেলার ৬৫ টি ইউনিয়ন পরিষদের সচিবদের দায়িত্ত নিতে চাচ্ছেন। তিনি বাপসা মানিকগঞ্জ
জেলা শাখার তিন বছর মেয়াদী ২০১৭-২০১৯ নির্বাচনের সভাপতি পদে প্রতিদন্ধীতা করবেন। 
মাজেদুল মুকছুদ
নির্বাচিত হতে পারলে সকল ইউনিয়ন পরিষদ সচিবদের সুখে দুঃখে পাশে থাকার  দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। তাছাড়া তিনি বাংলাদেশ ইউনিয়ন
পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসার) দিক নির্দেশনা মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যদের  সাথে সাক্ষাত করে সচিবদের ভাগ্য উন্নয়নের দীর্ঘদিনের
দাবী চাকুরী জাতীয় করনের জন্য কাজ করে যাবেন।
মানিকগঞ্জ২৪/
হা. ফ /৩১ জুলাই/ ২০১৭।
আরো পড়ুুন