এ সভায় জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিন (ইতিহাস-৪২) উপস্থিত ছিলেন।এছাড়া সমিতির সক্রিয় সদস্য পারভেজ(আইবিএ-৪৩),রাজা (চারুকলা-৪৩) সহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এসময় বিশ্ববিদ্যালয়ের ৪৬-তম আবর্তন(১ম বর্ষ)-এর শিক্ষার্থীদের নবীনবরণ নিয়ে আলোচনা করা হয়।যত দ্রুত সম্ভব নবীনবরণ অনুষ্ঠান করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলে আলোচনা করেন।
এছাড়া জেলা থেকে ঢাকাগামী এস.বি. লিংক,পদ্মা লাইন ও ভিলেজ লাইনের বাস সার্ভিস নিয়েও বিস্তারিত আলোচনা হয়।সরকারী নির্দেশ মেনে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া না নেয়ায় সকল শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এ সমস্যা নিরসনকল্পে সকল শিক্ষার্থী মিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সিনিয়র শিক্ষার্থীদের নিকট অনুরোধ জানান।এ সময় সিনিয়র শিক্ষার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,ঢাকায় চলাচলকারী সিটিং সার্ভিস বাসগুলোও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় কিন্তু মানিকগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী নামে মাত্র সিটিং সার্ভিস ও লোকালের চেয়েও খারাপ সার্ভিসের বাসগুলো হাফ ভাড়া নেয় না।বরং তাদেরকে হাফ ভাড়া দিতে গেলে তারা শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার করে।
এছাড়া সভায় জেলা সমিতির সামগ্রিক কার্যকলাপ নিয়েও আলোচনা হয়। এ সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
মানিকগঞ্জ২৪.কম/হে.উ./৩১ জুলাই/২০১৭