মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জে গ্যাস সরবরাহ নিয়িমিত না পেলে আন্দোলনের নামার হুমকি দিলেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। রোববার দুপরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধ কর্মসুচীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানিকগঞ্জ পৌরসভা আয়োজীত কর্মসুচীতে পৌর এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, পরিবেশবীদ অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, শহিদুল ইসলাম পুলক ও নারী নেত্রী সাবিহা হাবিবসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকবছর যাবৎ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছে না শহরবাসী। এ সময় বক্তারা গ্যাস কর্মকর্তাদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে বলেন, আপনারা বাসা,বাড়িতে গ্যাস সরবরাহ দিতে না পারলে অফিস ছেড়ে অন্যত্র চলে যান।
গ্যাস সরবরাহ নিয়িমিত না পেলে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করা সহ পৌরবাসীদের সঙ্গে নিয়ে আবারও আন্দোলনের নামার হুমকি দেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জুলাই/ ২০১৭।