ভোটের বছরে একদলের নির্বাচনী প্রচার শুরুর দিন অন্যদল আদালতে

ভোটের
বছরে
একদলের
নির্বাচনী প্রচার
শুরুর
দিন
অন্যদল
আদালতে। আদালত
থেকে
ফেরার
পথে
বিক্ষুব্ধরা পুলিশকে আক্রমণই করেনি
আটক
দুই
নেতাকে
প্রিজন
ভ্যান
থেকে
ছিনিয়েও নিয়েছে। হামলাকারীরা পুলিশের প্রিজন
ভ্যানের কাচ
ভেঙে
ফেলে,
কয়েকজন
পুলিশ
সদস্যকে পেটানোর পাশাপাশি অস্ত্রও ভেঙে
ফেলে
তারা।
মূলত

ফেব্রুয়ারি রায়
ঘোষণাকে কেন্দ্র করে
একরকম
রাজনৈতিক শক্তি
প্রদর্শন দেখা
গেল।
রায়
ঘোষণার দিনও
জনগণকে
রাজপথে
নেমে
আসার
আহ্বান
জানিয়েছে দলটি।
 
নির্বাচনী বছরে
সামনে
আরো
অনেক
কিছুই
দেখতে
হবে
আমাদের। যা
কারো
কাছেই
কাম্য
হতে
পারে
না।
রাজনীতিতে সংঘর্ষ
বাড়ার
আরেকটি
কারণ
তৈরি
হয়
নির্বাচন এগিয়ে
এলে।
তখন
হালুয়ারুটির ভাগ নিয়ে
দলগুলোর মধ্যে
দ্বন্দ্ব তৈরি
হতে
থাকে।
 
আমাদের
এমন
একটি
পরিবেশ
দরকার
যেখানে
রাজনৈতিক দলগুলো
একে
অন্যের
প্রতি
শ্রদ্ধাশীল থাকবে,
পরস্পরের মতামতকে শ্রদ্ধা করবে
বা
সহ্য
করবে।
এমন
একটি
পরিবেশ
যদি
না
থাকে
তাহলে
সেখানে
গণতন্ত্রের ভিত
সুদৃঢ়
হতে
পারে
না।
 দুর্ভাগ্যবশত আমরা
এমন
একটি
রাজনৈতিক সংস্কৃতির মধ্যে
রয়েছি
যেখানে
এর
কোনোটাই নেই।
ফলে
সামগ্রিকভাবে
সংস্কৃতি যেকোনো
জাতির
জন্য
লজ্জাজনক
হতাশাব্যঞ্জক।
লেখা ও ছবি শাহনেওয়াজ সুমন এর ফেুসবুক
থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৩১ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুুন:

৫৭ ধারা বিলুপ্ত ৩২ ধারায় আতংক!

আরো পড়ুুন