শিবালয়ের আলোকদিয়া চড়ে পুলিশের বিশেষ অভিযানে ২টি মটর সাইকেল ও ১৫ টি গরুসহ আটক ৪

মানিকগঞ্জ২৪ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চড়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি মটর সাইকেল, ১৫ টি গরু জব্দসহ ডাকাত সন্দেহে ৪ জন কে আটক করা হয়েছে।

বিষয়টি শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজর রহমানের নেতৃর্ত্বে প্রায় শতাধিক ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে অভিযান শুরু  হয়ে দুপর ১ টার দিকে শেষ হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান জানান, সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম করার জন্য শিবালয়ের আলোকদিয়া চড়ে একটি চক্র সংঘবদ্ধ হচ্ছে। এমন সন্দেহে বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা কর হয়।
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ৪ জন কে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। 

জব্দকৃত ২ টি মটর সাইকেল জেলা গোয়েন্দা শাখায় আনা হয়েছে। আর ১৫ টি গরু শিবালয় থানায় রাখা হয়েছে। প্রাথমিক ভাবে আটক ৪ জনের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

আরো পড়ুুন